জেগে থাকুন!
মানুষ কি ভদ্রতা দেখাতে ভুলে যাচ্ছে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
আজ খুব কম লোকই অন্যদের সঙ্গে ভদ্র আচরণ করে। হাসপাতালে রোগীরা ডাক্তারদের উপর চিৎকার-চেঁচামেচি করে; রেস্টুরেন্টে লোকেরা ওয়েটারদের সঙ্গে অভদ্র আচরণ করে; বিমানে যাতায়াত করার সময় যাত্রীরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করে; স্কুলে ছেলে-মেয়েরা শিক্ষকদের নিয়ে ঠাট্টাতামাশা করে, তাদের হুমকি দেয় আবার কখনো কখনো মারধরও করে; আর রাজনৈতিক নেতাদের মধ্যে কেউ কেউ নোংরা আচার-আচরণ করে আবার কেউ কেউ ভদ্রতা দেখানোর ভান করে।
ভদ্রতা বলতে আসলে কী বোঝায়, সেই সম্বন্ধে বাইবেল আমাদের সঠিক নির্দেশনা দেয়। এটি আমাদের এও জানায় যে, কেন আজ মানুষ ভদ্রতা দেখাতে ভুলে যাচ্ছে।
কেন মানুষ ভদ্রতা দেখাতে ভুলে যাচ্ছে?
ভদ্র আচরণ বলতে এমন আচার-আচরণকে বোঝায়, যা উত্তম, নৈতিকভাবে সঠিক ও গ্রহণযোগ্য। দুঃখের বিষয় হল, আজ লোকেরা এই ধরনের আচার-আচরণ দেখাতে ভুলে যাচ্ছে, তা তারা যে-দেশেই থাকুক না কেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত একটা জনমত সমীক্ষায়, সেখানকার অধিবাসীরা জানিয়েছে, বর্তমানে লোকদের নৈতিক মান এত নীচে নেমে গিয়েছে, যা বিগত ২২ বছরে দেখা যায়নি।
২৮টা দেশে করা আরেকটা সমীক্ষায় ৩২,০০০-রেরও বেশি লোক অংশ নেয়। এই লোকদের মধ্যে ৬৫ শতাংশ লোক জানিয়েছে যে, সাধারণ ভদ্রতা দেখানোর বিষয়ে মানুষের আচরণে যে-অধঃপতন হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।
বর্তমানে আমরা লোকদের মধ্যে যে-আচরণ দেখতে পাই, বাইবেলে সেই বিষয়ে আগে থেকেই বলা ছিল।
“শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে। কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, … অহংকারী হবে, উদ্ধত হবে, নিন্দা করবে, বাবা-মায়ের অবাধ্য হবে, অকৃতজ্ঞ হবে, … স্নেহ দেখাবে না, … [এবং] হিংস্র হবে।”—২ তীমথিয় ৩:১-৩.
এই ভবিষ্যদ্বাণী কীভাবে পরিপূর্ণ হচ্ছে, সেই সম্বন্ধে আরও তথ্য জানার জন্য “Did the Bible Predict the Way People Think and Act Today?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
ভদ্র আচরণ দেখানোর বিষয়ে কোথায় আমরা নির্ভরযোগ্য নির্দেশনা পেতে পারি?
আজ আমরা এমন এক জগতে বসবাস করছি, যেখানে আমাদের চারিদিকে থাকা লোকেরা ভদ্রতা দেখাতে ভুলে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার, লক্ষ লক্ষ ব্যক্তি ভদ্র আচরণ দেখানোর বিষয়ে বাইবেল থেকে চমৎকার নির্দেশনা খুঁজে পেয়েছে। বাইবেলের নৈতিক পরামর্শ সত্যিই “নির্ভরযোগ্য, এখনকার জন্য এবং চিরকালের জন্য।” (গীতসংহিতা ১১১:৮) এর কয়েকটা উদাহরণ বিবেচনা করে দেখুন:
বাইবেল যা বলে: “সমস্ত ক্ষেত্রে লোকেরা তোমাদের প্রতি যা করুক বলে তোমরা চাও, তোমরাও তাদের প্রতি তা-ই কোরো।”—মথি ৭:১২.
এর অর্থ: আমাদের উচিত, অন্যদের সঙ্গে সদয়ভাবে এবং সম্মানের সঙ্গে আচরণ করা কারণ আমরাও অন্যদের কাছ থেকে এ-রকম ব্যবহারই আশা করি।
বাইবেল যা বলে: “এখন যেহেতু তোমরা প্রতারণা পরিত্যাগ করেছ, তাই তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো।”—ইফিষীয় ৪:২৫.
এর অর্থ: আমরা যা বলি বা করি, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের সৎ হওয়া উচিত।
এই বিষয়ে আরও তথ্য জানার জন্য, পড়ুন:
“কোনটা সঠিক আর কোনটা ভুল: আপনি কীভাবে তা নির্ধারণ করবেন?” শিরোনামের প্রহরীদুর্গ পত্রিকা
“Tolerance—How the Bible Can Help” শিরোনামের প্রবন্ধ