সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সজাগ হোন! নং  ১ ২০২৪ | সম্মান কি হারিয়ে গেল?

আজ বেশিরভাগ লোকই অন্যদের প্রতি সম্মান দেখায় না। তাই, কেউ যখন কারো প্রতি সম্মান দেখায়, তখন লোকেরা একটু অবাক হয়ে যায়।

উদাহরণ হিসেবে বলা যায়, অনেকেই একে অন্যের প্রতি, বয়স্ক ব্যক্তিদের প্রতি আর এমনকী নিজেদের বাবা-মায়ের প্রতিও যথেষ্ট সম্মান দেখায় না। শুধু তা-ই নয়, পুলিশ, কাজের জায়গার নিয়োগকর্তা আর শিক্ষকরাও তাদের যোগ্য সম্মান পায় না। আর সোশ্যাল মিডিয়ার অবস্থা তো আরও খারাপ! লোকেরা অন্যদের সম্বন্ধে কিছু চিন্তা না করেই মনে যা আসে, তা-ই পোস্ট করে। হার্ভার্ড বিজনেস রিভিউ নামক পত্রিকার একটা প্রবন্ধ অনুযায়ী, অসম্মানজনক ব্যবহার ‘দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর অনেকের কাছ থেকেই এই ধরনের রিপোর্ট পাওয়া যাচ্ছে।’

 

অন্যদের প্রতি সম্মান দেখান

অন্যদের প্রতি সম্মান দেখানো কেন গুরুত্বপূর্ণ আর তা দেখানোর জন্য আপনি কী করতে পারেন, তা জানুন।

জীবনের প্রতি সম্মান দেখান।

কীভাবে নিজেদের এবং অন্যদের জীবনের প্রতি সম্মান দেখানো যায়, সেই বিষয়ে বাইবেলের পরামর্শ বিবেচনা করুন।

পরিবারের সদস্যদের প্রতি সম্মান দেখান।

পরিবারের প্রত্যেক সদস্য যদি একে অন্যের প্রতি সম্মান দেখায়, তা হলে প্রতিটা পরিবার সুখী হতে পারে।

নিজের প্রতি সম্মান দেখান

বাইবেল একজন ব্যক্তিকে আগের চেয়ে আরও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে আর এভাবে সে আত্মসম্মান গড়ে তুলতে পারে।

সম্মান কি হারিয়ে গেল?

কীভাবে সম্মান দেখানো যায়, সেই বিষয়ে পড়ুন। এ ছাড়া, লোকেরা যেন বিভিন্ন ক্ষেত্রে সম্মান দেখায়, সেইজন্য যিহোবার সাক্ষিরা কীভাবে তাদের উৎসাহিত করছে, তা জানুন।