উত্তম পরামর্শ খোঁজার চেষ্টা করুন
পদক্ষেপ ১
উত্তম পরামর্শ খোঁজার চেষ্টা করুন
কেন এই পদক্ষেপ নেবেন? বাবামারা যখন প্রথমবার তাদের নবজাত শিশুকে কোলে নেয়, তখন তারা হয়তো হঠাৎ করেই পরস্পরবিরোধী আবেগ অনুভব করে থাকে। “আমি অত্যন্ত আনন্দিত ও বিস্মিত হয়েছিলাম,” ব্রেট নামে একজন বাবা বলেন, যিনি ব্রিটেনে বাস করেন। “কিন্তু সেইসঙ্গে আমি দায়িত্বের এক ভারী বোঝা অনুভব করেছিলাম এবং সেই কাজের জন্য নিজেকে অপ্রস্তুত বলে মনে করেছিলাম।” মনিকা নামে একজন মা, যিনি আর্জেন্টিনায় বাস করেন, তিনি বলেন: “আমি আমার ছোট্ট মেয়ের চাহিদাগুলো পূরণ করতে পারব কি না, সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম যে, ‘আমি কি তাকে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ দিতে পারব?’”
আপনি কি সেই বাবামাদের আনন্দ ও দুশ্চিন্তাকে উপলব্ধি করতে পারেন? নিঃসন্দেহে, যেকোনো মানুষ প্রচেষ্টা করতে পারে এমন কাজগুলোর মধ্যে সন্তান মানুষ করে তোলা হল সবচেয়ে কঠিন অথচ পরিতৃপ্তিদায়ক এবং হতাশাব্যঞ্জক অথচ পুরস্কারদায়ক একটা কাজ। একজন বাবা যেমন বলেছিলেন, “আপনার সন্তানকে মানুষ করে তোলার ক্ষেত্রে আপনি কেবল একবারই সুযোগ পাবেন।” যেহেতু সন্তানদের স্বাস্থ্য ও সুখের ওপর বাবামার বিরাট প্রভাব রয়েছে, তাই আপনি হয়তো কীভাবে আরও উত্তম এক বাবা অথবা মা হওয়া যায়, সেই বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শের একান্ত প্রয়োজন বলে মনে করতে পারেন।
প্রতিদ্বন্দ্বিতা: সন্তানদের মানুষ করে তোলার ব্যাপারে প্রত্যেকেই পরামর্শ চায় বলে মনে হয়। অতীতে, নতুন বাবামারা নির্দেশনার জন্য হয় তাদের নিজেদের বাবামার উদাহরণের ওপর নতুবা তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করত। কিন্তু, অনেক দেশে পারিবারিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং ধর্ম এর প্রভাব হারিয়ে ফেলেছে। এর ফলে, অনেক বাবামা পরামর্শের জন্য সন্তান লালনপালনের বিষয়ে পেশাদারি বিশেষজ্ঞদের কাছে ছুটে যায়। এই বিশেষজ্ঞদের দ্বারা প্রদত্ত কিছু পরামর্শ, নির্ভরযোগ্য নীতিগুলোর ওপর ভিত্তি করে হয়ে থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, এই ধরনের বিশেষজ্ঞদের পরামর্শ পরস্পরবিরোধী হতে পারে এবং কিছুদিনের মধ্যেই সেগুলোকে হয়তো সেকেলে বলে বিবেচনা করা হয়।
সমাধান: সেই ব্যক্তির পরামর্শ খোঁজার চেষ্টা করুন, যিনি সন্তানদের কীভাবে মানুষ করে তুলতে হয়, সেই বিষয়ে সবচেয়ে বেশি জানেন—মানবজীবনের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর। (প্রেরিত ১৭:২৬-২৮) তাঁর বাক্য বাইবেলে স্পষ্ট পরামর্শ ও বিভিন্ন বাস্তব উদাহরণ, দুটোই রয়েছে, যেগুলো আপনাকে আরও উত্তম এক বাবা অথবা মা হওয়ার জন্য সাহায্য করতে পারে। “আমি . . . তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব,” তিনি প্রতিজ্ঞা করেন।—গীতসংহিতা ৩২:৮.
ঈশ্বর বাবামাদের কোন পরামর্শ দিয়েছেন, যা তাদের সন্তানদের সুখী সন্তান হিসেবে মানুষ করে তোলার ক্ষেত্রে সাহায্য করতে পারে? (g ৮/০৭)
[৩ পৃষ্ঠার ব্লার্ব]
“তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না।”—হিতোপদেশ ৩:৫