বাইবেলের সাহায্যে তিনি প্রলোভনকে প্রতিরোধ করেছিলেন
বাইবেলের সাহায্যে তিনি প্রলোভনকে প্রতিরোধ করেছিলেন
আজকের জগৎ প্রলোভনে ভরা। বাইবেলের মানগুলোকে সমর্থন করা অত সহজ নয়। উদাহরণস্বরূপ, বাইবেলের এই পরামর্শ মেনে চলা খুবই কঠিন হতে পারে: “তোমরা ব্যভিচার হইতে পলায়ন কর।”—১ করিন্থীয় ৬:১৮.
যিহোবার সাক্ষিদের একজন যাকে আমরা সেবাসটিয়ান বলে ডাকব, তিনি পোল্যান্ডে এক স্ক্যানডিনেভিয়ান কোম্পানিতে কাজ করতেন। তার নীতিনিষ্ঠা বজায় রাখার জন্য তাকে কঠোর লড়াই করতে হয়েছিল।
সেবাসটিয়ান যিহোবার সাক্ষিদের একজন হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। তার সুপারভাইজাররা, তার পরিশ্রম ও সৎ চরিত্রের প্রতি উপলব্ধি দেখিয়ে তাকে বিভিন্ন কাজের সুযোগ দিয়ে পুরস্কৃত করেছিল। কিন্তু পরে বোঝা গিয়েছিল যে, এই সুযোগগুলোর অন্তর্ভুক্ত ছিল সেই ধরনের ব্যবসায়িক সভাগুলো যেখানে অনৈতিক আমোদপ্রমোদ জড়িত ছিল।
শীঘ্রই সেবাসটিয়ানের মধ্যে সন্দেহ জাগতে শুরু করে। “আমার বস ভালভাবে জানেন যে, আমি যিহোবার সাক্ষিদের একজন। এইজন্য তিনি আমাকে বিশ্বাস করেন ও আমার ওপর নির্ভর করেন। আমি যদি এগুলোতে অংশ নিতে অস্বীকার করি, তা হলে আমি আমার চাকরি হারাব আর চাকরি পাওয়া খুব মুশকিল। আমি যদি কেবলমাত্র একজন দর্শক হিসেবে উপস্থিত থাকি, তা হলে কী?”
এরপর সেবাসটিয়ান বুঝতে পারেন যে, তার কাছ থেকে আর কী কী আশা করা হচ্ছে। তার কাছ থেকে আশা করা হচ্ছিল যে তিনি বিদেশি গ্রাহকদেরকে সন্ধ্যায় অনৈতিক কাজের জন্য সঙ্গ দিতে “মেয়েদের” জুগিয়ে তাদের “যত্ন নেবেন।” তিনি কী করবেন?
সেবাসটিয়ান সুপারভাইজারকে মনে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে, অনৈতিকতার প্রতি তার বাইবেলভিত্তিক দৃষ্টিভঙ্গি কী। শীঘ্রই এটা স্পষ্ট হয়ে যায় যে, সেবাসটিয়ান সেই কাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন না এবং আজ বাদে কাল তাকে চাকরিটা ছাড়তেই হবে। তিনি কম বেতনের একটা নতুন চাকরি খুঁজে পান কিন্তু সেই ধরনের কোনো প্রলোভন সেখানে ছিল না। এখন তার এক শুদ্ধ বিবেক রয়েছে।
আপনি কী করবেন, যদি কেউ আপনাকে অনৈতিকতায় অংশ নিতে বা সেটাকে প্রশ্রয় দেওয়ার জন্য চাপ দেয়? আপনি কি এক বিরাট পরিবর্তন করতে ইচ্ছুক থাকবেন? বাইবেলের দিনের যোষেফ তা-ই করেছিলেন যেমন আদিপুস্তক ৩৯:৭-১২ পদে উল্লেখিত রয়েছে।