সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পবিত্র আত্মা এক শক্তি, যা আপনার জীবনে প্রয়োজন

পবিত্র আত্মা এক শক্তি, যা আপনার জীবনে প্রয়োজন

পবিত্র আত্মা এক শক্তি, যা আপনার জীবনে প্রয়োজন

“তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না।” (গীতসংহিতা ৫১:১১) একটা গুরুতর ভুল করার পর এটা ছিল রাজা দায়ূদের ঐকান্তিক প্রার্থনা।

দায়ূদ তার জীবনে প্রায় সময়ই পবিত্র আত্মার শক্তি অনুভব করেছিলেন। কিশোর বয়সে, এই শক্তি তাকে গলিয়াৎকে—একজন দুর্দান্ত যোদ্ধাকে—পরাজিত করতে সমর্থ করেছিল। (১ শমূয়েল ১৭:৪৫-৫০) এ ছাড়া, এটা তাকে সর্বকালের সবচেয়ে সুন্দর কিছু গীত রচনা করতে সক্ষম করেছিল। “আমার দ্বারা সদাপ্রভুর আত্মা বলিয়াছেন, তাঁহার বাণী আমার জিহ্বাগ্রে রহিয়াছে,” দায়ূদ ব্যাখ্যা করেছিলেন।—২ শমূয়েল ২৩:২.

স্বয়ং যিশু খ্রিস্ট দায়ূদের জীবনে পবিত্র আত্মার ভূমিকার বিষয়টা নিশ্চিত করেছিলেন। একটা ঘটনায়, যিশু তাঁর শ্রোতাদেরকে বলেছিলেন: “দায়ূদ নিজেই ত পবিত্র আত্মার আবেশে এই কথা কহিয়াছেন, ‘প্রভু [“যিহোবা,” NW] আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বস, যাবৎ তোমার শত্রুগণকে তোমার পদতলে না রাখি।’” (মার্ক ১২:৩৬; গীতসংহিতা ১১০:১) যিশু জানতেন যে, দায়ূদ যখন তার গীতগুলো লিখেছিলেন, তখন তিনি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়েছিলেন। সেই একই পবিত্র আত্মা কি আমাদেরকে সাহায্য করার জন্য প্রাপ্তিসাধ্য?

“যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে”

হতে পারে আপনি কখনো কোনো গীত লেখেননি। কিন্তু, আপনি হয়তো এমন প্রতিবন্ধকতাগুলোর মুখোমুখি হতে পারেন, যেগুলো দৈত্যাকৃতি গলিয়াতের মতোই অদম্য। উদাহরণস্বরূপ, ইজাবেলের কথা বিবেচনা করুন। * তার স্বামী আরও কমবয়সি একজন মহিলার জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি তার ওপর এক বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলেন এবং তাদের দুজন অল্পবয়সি মেয়ের ভরণপোষণ জোগানোর জন্য তাকে কোনো আর্থিক সাহায্য দেননি। “আমার মনে হয়েছিল যেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং খুবই তুচ্ছ ব্যবহার করা হয়েছে,” তিনি বলেন। “তবে, সে আমাকে ছেড়ে গেলেও আমি অনুভব করেছিলাম যে, ঈশ্বরের পবিত্র আত্মাই আমাকে টিকিয়ে রেখেছে।”

ইজাবেল কি এমনি এমনিই পবিত্র আত্মা পাবেন বলে আশা করেছিলেন? না, বরং তিনি প্রতিদিন তাকে তাঁর আত্মা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন। তিনি জানতেন যে, সাহসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার, তার সন্তানদের ভালোমতো যত্ন নেওয়ার এবং হারিয়ে যাওয়া আত্মসম্মানবোধ ফিরে পাওয়ার জন্য তাকে সাহায্য করতে ঈশ্বরের কাছ থেকে শক্তির প্রয়োজন। তিনি যিশুর এই কথাগুলো অনুসরণ করেছিলেন: “যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে।”—মথি ৭:৭.

রোবার্টোরও মনে হয়েছিল যে, তার ঈশ্বরের আত্মার প্রয়োজন রয়েছে, তবে সেটা ভিন্ন কারণে। তিনি তামাক ও গাঁজার প্রতি আসক্ত ছিলেন আর তিনি সারাক্ষণ সেগুলো সেবন করতেন। দীর্ঘ দু-বছর ধরে তিনি তার আসক্তি কাটিয়ে ওঠার জন্য লড়াই করেছিলেন আর একাধিক বারই সেই অভ্যাসে পুনরায় লিপ্ত হয়ে পড়েছিলেন। “মাদকদ্রব্য নেওয়া বন্ধ করে দিলে আপনি উদ্‌বিগ্নতায় ভোগেন,” রোবার্টো বলেন। “দিনের পর দিন আপনার শরীর মাদকদ্রব্যের জন্য ছটফট করে।”

রোবার্টো আরও বলেন: “কিন্তু আমি আমার জীবনকে পরিবর্তন করার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিলাম, যাতে আমি ঈশ্বরকে গ্রহণযোগ্য উপায়ে সেবা করতে পারি। আমি আমার মনকে বাইবেলের ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা পূর্ণ করার চেষ্টা করেছিলাম। আমার জীবনধারাকে বাইবেলের সঙ্গে সংগতিপূর্ণ করার জন্য শক্তি চেয়ে, আমি প্রতিদিন ঈশ্বরের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতাম। আমি জানতাম যে, নিজের চেষ্টায় আমি সফল হতে পারব না। আর আমি দেখতে পেয়েছিলাম যে, কীভাবে যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছেন, বিশেষ করে সেই সময়ে, যখন পুনরায় ওই অভ্যাসে লিপ্ত হওয়ার কারণে আমার মনোবল ভেঙে গিয়েছিল। আমি বিশ্বাস করি যে, ঈশ্বরের পবিত্র আত্মাই আমাকে নতুন করে শক্তি দিয়েছে; তাঁর আত্মা ছাড়া আমি কখনোই আমার আসক্তি কাটিয়ে উঠতে পারতাম না।”—ফিলিপীয় ৪:৬-৮.

“ঈগল পক্ষীর ন্যায় পক্ষসহকারে” ঊর্ধ্বে ওঠা

ইজাবেল ও রোবার্টোর মতো লক্ষ লক্ষ যিহোবার সাক্ষি নিজেদের জীবনে পবিত্র আত্মার শক্তি অনুভব করেছে। যিহোবার সক্রিয় শক্তি—নিখিলবিশ্ব সৃষ্টি করার জন্য ব্যবহৃত শক্তি—আপনার জন্য প্রাপ্তিসাধ্য হতে পারে, যদি আপনি তা চান। ঈশ্বর আপনাকে তাঁর শক্তি দিতে ইচ্ছুক ও উৎসুক রয়েছেন, যদি আপনি আন্তরিকভাবে এর জন্য অনুরোধ করেন। কিন্তু, সেই আত্মা লাভ করার জন্য আপনাকে তাঁর সম্বন্ধে সত্য জানতে হবে এবং আন্তরিকভাবে তাঁর ইচ্ছা পালন করার চেষ্টা করতে হবে।—যিশাইয় ৫৫:৬; ইব্রীয় ১১:৬.

পবিত্র আত্মার ক্ষমতাপ্রদানকারী শক্তির সাহায্যে আপনি সফলভাবে ঈশ্বরকে সেবা করার এবং আপনার জীবনে আসতে পারে এমন যেকোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার শক্তি পেতে পারেন। বাইবেল আমাদের এই আশ্বাস দেয়: “[সদাপ্রভু] ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। . . . যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে; তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষসহকারে ঊদ্ধের্ব উঠিবে; তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না; তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না।”—যিশাইয় ৪০:২৮-৩১. (w০৯-E ১০/০১)

[পাদটীকা]

^ কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

[১৪ পৃষ্ঠার ক্যাপশন]

‘আমি শক্তি চেয়ে প্রতিদিন ঈশ্বরের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতাম। আমি জানতাম যে, নিজের চেষ্টায় আমি সফল হতে পারব না। আর আমি দেখতে পেয়েছিলাম যে, কীভাবে তিনি আমার প্রার্থনার উত্তর দিয়েছেন’

[১৩ পৃষ্ঠার বাক্স/চিত্রগুলো]

পবিত্র আত্মা কার্যরত

ঈশ্বর পৃথিবী ও বাকি নিখিলবিশ্ব সৃষ্টি করার জন্য পবিত্র আত্মা ব্যবহার করেছিলেন। “হে সদাপ্রভু, তোমার নির্ম্মিত বস্তু কেমন বহুবিধ! তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্ম্মাণ করিয়াছ; পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ,” গীতরচক ঘোষণা করেছিলেন। “তুমি নিজ আত্মা পাঠাইলে তাহাদের সৃষ্টি হয়।”—গীতসংহিতা ১০৪:২৪, ৩০; আদিপুস্তক ১:২; ইয়োব ৩৩:৪.

পবিত্র আত্মা ঈশ্বরভয়শীল ব্যক্তিদের বাইবেল লিখতে অনুপ্রাণিত করেছিল। “ঈশ্বর-নিশ্বসিত” বা অনুপ্রাণিত “প্রত্যেক শাস্ত্রলিপি . . . উপকারী,” প্রেরিত পৌল লিখেছিলেন। (২ তীমথিয় ৩:১৬) যিহোবার নিশ্বাস বা আত্মা বাইবেল লেখকদের চিন্তাধারাকে পরিচালিত করেছিল বলে তারা ‘ঈশ্বরের বাক্য’ প্রদান করেছিল।—১ থিষলনীকীয় ২:১৩.

পবিত্র আত্মা ঈশ্বরের দাসদেরকে ভবিষ্যৎ সম্বন্ধে সঠিকভাবে ভবিষ্যদ্‌বাণী করার শক্তি জুগিয়েছিল। প্রেরিত পিতর ব্যাখ্যা করেছিলেন: “শাস্ত্রীয় কোন ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়; কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন।”—২ পিতর ১:২০, ২১; যোয়েল ২:২৮.

পবিত্র আত্মা যিশু ও অন্যান্য বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে এবং অলৌকিক কাজগুলো সম্পাদন করতে সাহায্য করেছিল। যিশু বলেছিলেন: “প্রভুর [“যিহোবার,” NW] আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর্দ্দান প্রচার করিবার জন্য।”—লূক ৪:১৮; মথি ১২:২৮.

[১৫ পৃষ্ঠার বাক্স/চিত্রগুলো]

যে-উপায়গুলোর মাধ্যমে পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে পারে

পবিত্র আত্মা আপনাকে পরীক্ষার বা প্রলোভনের সঙ্গে লড়াই করার এবং ক্ষতিকর অভ্যাসগুলো কাটিয়ে ওঠার জন্য শক্তি প্রদান করতে পারে। প্রেরিত পৌল বলেছিলেন: “ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।”—১ করিন্থীয় ১০:১৩.

পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরীয় গুণাবলি গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে পারে। “আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন।”—গালাতীয় ৫:২২, ২৩.

পবিত্র আত্মা আপনাকে বিভিন্ন পরীক্ষা সহ্য করার জন্য শক্তিশালী করতে পারে। “যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।” —ফিলিপীয় ৪:১৩.