প্রহরীদুর্গ জুলাই ২০১৪ | ধূমপান সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি

তাঁর দৃষ্টিভঙ্গি জানা আপনাকে এটা পরিত্যাগ করার জন্য সাহায্য করতে পারে।

প্রচ্ছদবিষয়

পৃথিবীজুড়ে এক মহামারী

এর বিরুদ্ধে লড়াই করার উল্লেখযোগ্য প্রচেষ্টা সত্ত্বেও কেন এটাকে রোধ করা যায়নি?

প্রচ্ছদবিষয়

ধূমপান করাকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন?

বাইবেলে তামাকের কোনো উল্লেখ নেই, তাই কীভাবে আমরা সেই সম্বন্ধে জানতে পারি?

বাইবেল জীবনকে পরিবর্তন করে

তারা বাইবেল থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত।

ইসোলিনো লমেলো প্রথমে একজন ক্যাথলিক নান ও পরে সক্রিয় কমিউনিস্ট ছিলেন, কিন্তু তিনি উভয় ক্ষেত্রেই হতাশ হয়েছিলেন। পরে তার সঙ্গে যিহোবার সাক্ষিদের সাক্ষাৎ হয়, যারা তাকে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বাইবেল থেকে উত্তর খুঁজে পেতে সাহায্য করেন।

আপনার পক্ষে প্রলোভন প্রতিরোধ করা সম্ভব!

তিনটে পদক্ষেপ আপনাকে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করতে পারে।

তাদের বিশ্বাস অনুকরণ করুন

তিনি শোকের খড়গ সহ্য করেছিলেন

আপনি যদি শোকের ‘খড়েগর’ মুখোমুখি হন, তাহলে যিশুর মা, মরিয়মের উদাহরণ আপনাকে সাহায্য করতে পারে।

বাইবেলের প্রশ্নের উত্তর

ঈশ্বর যদি এই জগৎকে শাসন করেন, তাহলে কেন এত দুঃখকষ্ট রয়েছে?