সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়

কীভাবে বাইবেল আমার জীবনকে উন্নত করতে পারে?

কীভাবে বাইবেল আমার জীবনকে উন্নত করতে পারে?

বাইবেল কোনো সাধারণ বই নয়। এটির মধ্যে আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত উপদেশ রয়েছে। (২ তীমথিয় ৩:১৬) এটির বার্তা আমাদের গভীরভাবে প্রভাবিত করে। সত্যি বলতে কী, বাইবেল বলে: “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” (ইব্রীয় ৪:১২) বাইবেলের এমন ক্ষমতা রয়েছে, যা আমাদের জীবনকে উন্নত করতে পারে আর তা মূলত দুটো উপায়ে—দৈনন্দিন জীবনে নির্দেশনা প্রদান করার এবং ঈশ্বর ও তাঁর প্রতিজ্ঞা সম্বন্ধে জানতে সাহায্য করার মাধ্যমে।—১ তীমথিয় ৪:৮; যাকোব ৪:৮.

এখনই আপনার জীবনকে উন্নত করতে পারে। বাইবেল আমাদের ব্যক্তিগত বিষয়গুলোতেও সাহায্য করে। এটি আমাদের এই ক্ষেত্রগুলোতে ব্যাবহারিক উপদেশ প্রদান করে।

এশিয়ার এক অল্পবয়সি দম্পতি বাইবেলে প্রাপ্ত উপদেশ কাজে লাগিয়ে অনেক কৃতজ্ঞ হয়েছেন। অনেক নববিবাহিত দম্পতির মতো, তাদের জন্যও একে অপরের ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে নেওয়া এবং খোলাখুলি ভাববিনিময় করা কঠিন ছিল। কিন্তু, বাইবেল পড়ার পর তারা এটির পরামর্শ কাজে লাগাতে শুরু করেন। এর ফল কী হয়? ভিসেন্ট বলেন: “বাইবেল থেকে আমি যা পড়ি, তা আমাকে বৈবাহিক জীবনের সমস্যাগুলো প্রেমের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। বাইবেলের নীতি অনুযায়ী জীবনযাপন করার ফলে আমরা একত্রে সুখী জীবন উপভোগ করছি।” তার স্ত্রী আনালু একমত হয়ে বলেন: “বাইবেলে প্রাপ্ত উদাহরণগুলো পড়ার ফলে আমরা উপকৃত হয়েছি। এখন আমি আমাদের বৈবাহিক জীবন ও সেইসঙ্গে জীবনের লক্ষ্য নিয়ে আনন্দিত ও সন্তুষ্ট।”

ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করে। বিয়ে সম্বন্ধে মন্তব্য করার পাশাপাশি ভিসেন্ট আরও বলেন: “বাইবেল পড়ার মাধ্যমে এখন আমি যিহোবার  b আরও নিকটবর্তী হয়েছি।” ভিসেন্টের মন্তব্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ করায়—বাইবেল আপনাকে ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে সাহায্য করে। তা করার মাধ্যমে আপনি কেবল তাঁর উপদেশ থেকে উপকৃতই হবেন না, কিন্তু সেইসঙ্গে আপনি তাঁকে একজন বন্ধু হিসেবে জানতে পারবেন। এ ছাড়া, আপনি দেখতে পারবেন যে, তিনি এক উত্তম ভবিষ্যতের বিষয়ে প্রকাশ করেছেন, যখন আপনি “প্রকৃতরূপে জীবন” উপভোগ করবেন আর তা অনন্তকাল ধরে। (১ তীমথিয় ৬:১৯) এটা এমন এক বিষয়, যা অন্য আর কোনো বই প্রদান করতে পারে না।

আপনি যদি বাইবেল পড়া শুরু করেন এবং তা বজায় রাখেন, তা হলে আপনিও এই উপকারগুলো লাভ করবেন—এখনই আপনার জীবনকে উন্নত করবে আর সেইসঙ্গে আপনি ঈশ্বরকে জানতে পারবেন। কিন্তু, বাইবেল পড়ার সময় আপনার মনে হয়তো অসংখ্য প্রশ্ন আসবে। আর এইরকমটা হলে ইথিওপীয় কর্মকর্তার উত্তম উদাহরণ মনে রাখুন, যিনি ২,০০০ বছর আগে বেঁচে ছিলেন। তার মনেও বাইবেল সম্বন্ধে অসংখ্য প্রশ্ন ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যা পড়ছেন, তা বুঝতে পারছেন কি না, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?” c এরপর তিনি আন্তরিকভাবে এমন একজন ব্যক্তির কাছ থেকে সাহায্য গ্রহণ করেছিলেন, যিনি ইতিমধ্যেই একজন যোগ্য বাইবেল শিক্ষক ছিলেন। তার নাম হল ফিলিপ, যিনি প্রথম শতাব্দীতে যিশুর একজন শিষ্য ছিলেন। (প্রেরিত ৮:৩০, ৩১, ৩৪) একই মনোভাব নিয়ে আপনি যদি বাইবেল সম্বন্ধে আরও জানতে চান, তা হলে আমরা আপনাকে www.mr1310.com-এ গিয়ে অনলাইনে অনুরোধ পাঠানোর অথবা এই পত্রিকায় দেওয়া কোনো নিকটবর্তী ঠিকানায় চিঠি লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ ছাড়া, আপনি আপনার কাছাকাছি এলাকার যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে অথবা আপনার এলাকার কোনো কিংডম হলে যেতে পারেন। এখনই একটা বাইবেল নিয়ে পড়া শুরু করুন না কেন এবং এক উত্তম জীবন লাভ করার জন্য সেখান থেকে নির্দেশনা লাভ করুন না কেন? ▪

বাইবেলের উপর আপনি পুরোপুরি নির্ভর করতে পারেন কি না, সেই বিষয়ে আপনার যদি সন্দেহ থাকে, তা হলে দয়া করে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? শিরোনামের সংক্ষিপ্ত ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার জন্য এই কোড স্ক্যান করুন অথবা jw.org ওয়েবসাইটে গিয়ে প্রকাশনাদি > ভিডিও > বাইবেল দেখুন

a বাইবেলে প্রাপ্ত ব্যাবহারিক উপদেশ সম্বন্ধে আরও উদাহরণ জানার জন্য আমাদের jw.org ওয়েবসাইট দেখুন। প্রকাশনাদি বিভাগের অধীনে বিষয়বস্তু দেখুন।

b যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।

c এ ছাড়া, এই সংখ্যায় “কেন বাইবেলের সঠিক অর্থ বোঝা গুরুত্বপূর্ণ?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।