প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়
কীভাবে আমি শুরু করতে পারি?
কোন পদ্ধতি আপনার বাইবেল পড়াকে উপভোগ্য করে তুলতে এবং তা থেকে উপকার লাভ করতে সাহায্য করবে? পাঁচটা পরামর্শ লক্ষ করুন, যেগুলো অনেকের ক্ষেত্রে কার্যকরী হয়েছে।
উপযুক্ত পরিবেশ তৈরি করুন। শান্ত পরিবেশ খুঁজে বের করার চেষ্টা করুন। যতদূর সম্ভব বিক্ষেপ কমানোর চেষ্টা করুন, যাতে আপনি পড়ার উপর মনোযোগ দিতে পারেন। পর্যাপ্ত আলো ও বাতাস থাকলে আপনি বাইবেল পড়া থেকে উপকার লাভ করতে পারবেন।
সঠিক মনোভাব বজায় রাখুন। যেহেতু বাইবেল আমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে, তাই আপনার মনোভাব যদি এমন এক ছোটো বাচ্চার মতো হয়, যে তার প্রেমময় বাবা অথবা মায়ের কাছ থেকে শিখতে ইচ্ছুক, তা হলে আপনি বাইবেল থেকে উপকার লাভ করবেন। আপনার মধ্যে যদি বাইবেল সম্বন্ধে কোনো নেতিবাচক ও বদ্ধমূল ধারণা থেকে থাকে, তা হলে সেগুলো দূর করার চেষ্টা করুন, যাতে ঈশ্বরের কাছ থেকে আপনি শিক্ষা লাভ করতে পারেন।—গীতসংহিতা ২৫:৪.
পড়ার আগে প্রার্থনা করুন। যেহেতু বাইবেলে ঈশ্বরের চিন্তাভাবনা রয়েছে, তাই এতে অবাক হওয়ার কিছু নেই, এটি বোঝার জন্য তাঁর সাহায্যের প্রয়োজন রয়েছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে [তিনি] পবিত্র আত্মা” দেবেন। (লূক ১১:১৩) পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরের চিন্তাভাবনা বুঝতে সাহায্য করবে। একসময়, এই পবিত্র আত্মা আপনাকে “ঈশ্বরের গভীর বিষয় সকলও” বুঝতে সাহায্য করবে।—১ করিন্থীয় ২:১০.
বোঝার উদ্দেশ্য নিয়ে পড়ুন। কেবল শেষ করতে হবে বলে পড়বেন না। আপনি যা পড়েন, তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: ‘আমি যে-ব্যক্তি সম্বন্ধে পড়ছি, তার মধ্যে কোন গুণগুলো দেখতে পাচ্ছি? আমি যা পড়েছি, তা কীভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি?’
নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন। বাইবেল পড়া থেকে উপকার লাভ করার জন্য এমন কিছু শেখার লক্ষ্য স্থাপন করুন, যা আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে। আপনি হয়তো এই ধরনের লক্ষ্য স্থাপন করতে পারেন: ‘আমি ঈশ্বর সম্বন্ধে আরও শিখতে চাই।’ ‘আমি আরও উত্তম এক ব্যক্তি, এক উত্তম স্বামী অথবা স্ত্রী হতে চাই।’ এরপর, বাইবেলের সেই অংশগুলো বেছে নিন, যেগুলো আপনাকে এই লক্ষ্যগুলোতে পৌঁছাতে সাহায্য করবে। *
এই পাঁচটা পরামর্শ আপনাকে বাইবেল পড়া শুরু করতে সাহায্য করবে। কিন্তু, কীভাবে আপনি আপনার পড়াকে আরও আগ্রহজনক করে তুলতে পারেন? পরের প্রবন্ধে কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে।
^ অনু. 8 এক্ষেত্রে, বাইবেলের কোন অংশগুলো সবচেয়ে বেশি উপযুক্ত, সেই বিষয়ে আপনি যদি নিশ্চিত না হয়ে থাকেন, তা হলে যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত হবে।