খ্রিস্টান
কীভাবে যিশুর অনুসারীরা খ্রিস্টান হিসেবে পরিচিত হয়ে উঠেছিল?
সত্য খ্রিস্টানদের চেনার উপায় কী?
যোহন ১৩:১৫, ৩৫; ১৫:১৭; ১পিতর ২:২১
আরও দেখুন, গালা ৫:২২, ২৩; ফিলি ২:৫, ৬; ১যোহন ২:৬; ৪:২০
সত্য খ্রিস্টানেরা কার মাধ্যমে রক্ষা পাবে?
কেন খ্রিস্টানেরা খ্রিস্টকে তাদের স্বর্গস্থ রাজা হিসেবে মেনে নেয় এবং তাঁর বশীভূত হয়?
দানি ৭:১৩, ১৪; ইফি ৫:২৪; ফিলি ২:৯, ১০; কল ১:১৩
আরও দেখুন, গীত ২:৬; ৪৫:১, ৬, ৭; যোহন ১৪:২৩; ইফি ১:১৯-২২
কেন সত্য খ্রিস্টানেরা এই জগতের বিষয়গুলোতে জড়িত হয় না?
যোহন ১৫:১৯; যাকোব ৪:৪; ১যোহন ২:১৫
আরও দেখুন, “জগতের বন্ধু হতে চাওয়া” এবং “সরকার—খ্রিস্টানেরা নিরপেক্ষ থাকে”
কেন সত্য খ্রিস্টানেরা সরকারের বাধ্য থাকে?
রোমীয় ১৩:১, ৬, ৭; তীত ৩:১; ১পিতর ২:১৩, ১৪
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ২২:১৫-২২—যিশু বলেছিলেন, কেন তাঁর অনুসারীরা কর দিয়ে থাকে
-
প্রেরিত ৪:১৯, ২০; ৫:২৭-২৯—যিশুর অনুসারীরা দেখিয়েছিল যে, তারা সরকারের প্রতি বাধ্য থাকবে; তবে, সরকার যদি তাদের ঈশ্বরের প্রতি অবাধ্য হতে বলে, তা হলে তারা সেটা মানতে পারবে না
-
কোন অর্থে খ্রিস্টানেরা সৈন্যদের মতো?
আরও দেখুন, ইফি ৬:১২, ১৩; ১তীম ১:১৮
কেন খ্রিস্টানদের তাদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে হবে?
মথি ৫:১৬; তীত ২:৬-৮; ১পিতর ২:১২
আরও দেখুন, ইফি ৪:১৭, ১৯-২৪; যাকোব ৩:১৩
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ৯:১, ২; ১৯:৯, ২৩—খ্রিস্টানদের উপাসনাকে ‘প্রভুর পথ’ বলা হয়েছে। আর এটা দেখায়, খ্রিস্টানেরা খ্রিস্টের উদাহরণ অনুসরণ করে জীবনযাপন করে
-
কেন সত্য খ্রিস্টানদের যিহোবা ঈশ্বরের সাক্ষি হতে হবে?
যিশা ৪৩:১০, ১২; যোহন ১৭:৬, ২৬; রোমীয় ১৫:৫, ৬; প্রকা ৩:১৪
আরও দেখুন, ইব্রীয় ১৩:১৫
কেন সত্য খ্রিস্টানেরা যিশু খ্রিস্টেরও সাক্ষি?
প্রেরিত ১:৮; ৫:৪২; ১০:৪০-৪২; ১৮:৫; প্রকা ১২:১৭
আরও দেখুন, প্রেরিত ৫:৩০, ৩২; ১৩:৩১
কেন সমস্ত সত্য খ্রিস্টানকে সুসমাচার প্রচার করতে হবে?
তাড়নাকে সত্য খ্রিস্টানদের কীভাবে দেখা উচিত?
দেখুন, “তাড়না”
সমস্ত সত্য খ্রিস্টানই কি যিশুর সঙ্গে স্বর্গে থাকবে?
আরও দেখুন, ১পিতর ১:৩, ৪
অধিকাংশ সত্য খ্রিস্টানের ভবিষ্যতে কোথায় বেঁচে থাকার আশা রয়েছে?
খ্রিস্টান বলে দাবি করে এমন ধর্মগুলোর মধ্যে কি কিছু সত্য খ্রিস্টান রয়েছে?
যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে, তারা সবাই কি আসলেই যিশুর শিষ্য?
মথি ৭:২১-২৩; রোমীয় ১৬:১৭, ১৮; ২করি ১১:১৩-১৫; ২পিতর ২:১
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ১৩:২৪-৩০, ৩৬-৪৩—যিশু একটা দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়েছিলেন যে, অনেক মিথ্যা খ্রিস্টান থাকবে
-
২করি ১১:২৪-২৬—প্রেরিত পৌল যে-সমস্ত বিপদের মুখোমুখি হয়েছিলেন, সেটার তালিকায় “ভণ্ড ভাইদের“ কথাও ছিল
-
১যোহন ২:১৮, ১৯—প্রেরিত যোহন সাবধান করে দিয়েছিলেন, “খ্রিস্টের অনেক বিরোধী” ইতিমধ্যেই সত্য ছেড়ে চলে গিয়েছে
-