ঠাকুরদাদা-ঠাকুরমা, দাদু-দিদিমা
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
১রাজা ১৫:৯-১৩—রাজা আসা সাহসের সঙ্গে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন; আসা তার ঠাকুরমাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, যাতে আসা যিহোবার প্রতি অনুগত থাকতে পারেন
হিতো ১৩:২২—ঠাকুরদাদা-ঠাকুরমা এবং দাদু-দিদিমা বিশ্বস্তভাবে যিহোবার সেবা করার মাধ্যমে নাতি-নাতনিদের জন্য ভালো উদাহরণ রাখতে পারে
২তীম ১:৫; ৩:১৪, ১৫—তীমথিয়ের দিদিমা লোয়ী নিষ্কপট বিশ্বাস দেখিয়েছিলেন এবং ছোটোবেলা থেকেই তীমথিয়কে প্রশিক্ষণ দিয়েছিলেন; তাই, প্রেরিত পৌল লোয়ীর প্রশংসা করেছিলেন