ধার্মিকতা
কোনটা সঠিক অথবা ন্যায্য, তা ঠিক করার অধিকার একমাত্র কার রয়েছে?
দ্বিতীয় ৩২:৪; যিহি ৩৩:১৭-২০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ১৮:২৩-৩৩—অব্রাহামকে যিহোবা দেখিয়েছিলেন যে, তিনি ন্যায্য বিচারক
-
গীত ৭২:১-৪, ১২-১৪—এই গীতের লেখক মশীহ রাজার প্রশংসা করেছিলেন, যিনি ঠিক যিহোবার মতোই ন্যায্য
-
যিহোবার ধার্মিক মান অনুযায়ী জীবনযাপন করার ফলে আমরা কীভাবে উপকার লাভ করি?
গীত ৩৭:২৫, ২৯; যাকোব ৫:১৬; ১পিতর ৩:১২
আরও দেখুন, গীত ৩৫:২৪; যিশা ২৬:৯; রোমীয় ১:১৭
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
ইয়োব ৩৭:২২-২৪—ইলীহূ যিহোবার প্রশংসা করেছিলেন, কারণ যিহোবা সবসময় সঠিক কাজ করেন; তাঁর এই গুণের কারণে তাঁর দাসেরাও তাঁকে গভীর সম্মান করে
-
গীত ৮৯:১৩-১৭—গীতরচক যিহোবার প্রশংসা করেছিলেন, কারণ তাঁর শাসন করার পদ্ধতি সবসময় সঠিক
-
ঈশ্বরের চোখে যে-বিষয়গুলো সঠিক, সেগুলো করার অর্থ কী?
যিহি ১৮:২৫-৩১; মথি ৬:৩৩; রোমীয় ১২:১, ২; ইফি ৪:২৩, ২৪
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ৬:৯, ২২; ৭:১—যিহোবার কথা অনুযায়ী সমস্ত কাজ করার মাধ্যমে নোহ দেখিয়েছিলেন যে, তিনি একজন ধার্মিক ব্যক্তি
-
রোমীয় ৪:১-৩, ৯—অব্রাহাম যিহোবার উপর প্রচুর বিশ্বাস দেখিয়েছিলেন আর তাই যিহোবা তাকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে দেখেছিলেন
-
কেন আমাদের লোক দেখানোর জন্য নয়, বরং যিহোবার প্রতি ভালোবাসার কারণে সঠিক কাজ করতে হবে?
মথি ৬:১; ২৩:২৭, ২৮; লূক ১৬:১৪, ১৫; রোমীয় ১০:১০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ৫:২০; ১৫:৭-৯—যিশু লোকদের ধার্মিক হতে বলেছিলেন; তবে, তারা যেন অধ্যাপক ও ফরীশীদের অনুকরণ না করে, যারা ঈশ্বরকে খুশি করার চেয়ে বরং নিজেদের ধার্মিক বলে দেখানোর জন্য বেশি চিন্তিত ছিল
-
লূক ১৮:৯-১৪—যিশু একটা উদাহরণ ব্যবহার করে সেই ব্যক্তিদের সংশোধন করেছিলেন, যারা নিজেদের অন্যদের চেয়ে ধার্মিক বলে তুলে ধরার চেষ্টা করত
-
কেন বলা হয়েছে যে, একজন ধার্মিক ব্যক্তির চেয়ে একজন ভালো ব্যক্তি আরও উত্তম?
কেন আমাদের আত্মধার্মিক হওয়ার এবং অন্যদের চেয়ে নিজেদের আরও ধার্মিক বলে প্রমাণ করার চেষ্টা করা উচিত নয়?