সত্য ধর্ম এবং মিথ্যা ধর্মকে মেশানো
সমস্ত ধর্মের লোক কি একই ঈশ্বরকে উপাসনা করে?
ভিন্ন ভিন্ন ধারণা সম্বন্ধে শিক্ষা দেয় এমন সমস্ত ধর্মই কি যিহোবাকে খুশি করে?
মথি ৭:১৩, ১৪; যোহন ১৭:৩; ইফি ৪:৪-৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
যিহো ২৪:১৫—যিহোশূয় লোকদের বেছে নিতে বলেছিলেন যে, তারা যিহোবার সেবা করবে, না কি অন্য দেবতাদের সেবা করবে
-
১রাজা ১৮:১৯-৪০—যিহোবা ভাববাদী এলিয়কে ব্যবহার করে দেখিয়েছিলেন, সত্য ঈশ্বরের উপাসকেরা যেন কখনোই অন্য দেবতাদের উপাসনা না করে, যেমন বাল দেবতার উপাসনা
-
যিহোবা অন্যান্য জাতির দেবতাদের আর সেইসঙ্গে তাদের উপাসনা করাকে কীভাবে দেখেন?
যাত্রা ১২:১২; গণনা ২৫:২-৫; দ্বিতীয় ১২:২৯-৩১; সফ ২:১১
লোকেরা যখন বলে, তারা যিহোবার উপাসনা করে অথচ সেই উপাসনার মধ্যে ভুল বিষয়গুলো যুক্ত করে, তখন যিহোবার কেমন লাগে?
যিশা ১:১৩-১৫; ১করি ১০:২০-২২; ২করি ৬:১৪, ১৫, ১৭
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
যাত্রা ৩২:১-১০—অন্য ইজরায়েলীয়দের চাপে পড়ে হারোণ একটা বাছুরের মূর্তি তৈরি করেছিলেন এবং সেটাকে “সদাপ্রভুর উদ্দেশে উৎসব” পালন করার জন্য ব্যবহার করেছিলেন; এর ফলে, যিহোবা প্রচণ্ড রেগে গিয়েছিলেন
-
১রাজা ১২:২৬-৩০—লোকেরা যাতে জেরুসালেমের মন্দিরে না যায়, সেইজন্য রাজা যারবিয়াম দুটো মূর্তি তৈরি করে বলেছিলেন যে, ইনিই তোমাদের ঈশ্বর যিহোবা; আর এর ফলে লোকেরা পাপ করেছিল
-
যারা অন্য দেবতাদের উপাসনা করে, তাদের কাছ থেকে আলাদা থাকার বিষয়ে যিহোবা ইজরায়েলীয়দের কোন শিক্ষা দিয়েছিলেন?
যাত্রা ২৩:৩১-৩৩; দ্বিতীয় ৭:১-৪
যিহোবার লোকেরা যখন অন্য দেবতাদের সেবা করেছিল, তখন তিনি কী করেছিলেন?
বিচার ১০:৬, ৭; গীত ১০৬:৩৫-৪০; যির ৪৪:২, ৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১রাজা ১১:১-৯—রাজা শলোমন তার বিদেশি স্ত্রীদের চাপে পড়ে অন্য দেবতাদের উপাসনা করেছিলেন এবং এটা দেখে অন্যেরাও তা-ই করেছিল; আর এতে যিহোবা রেগে গিয়েছিলেন
-
গীত ৭৮:৪০, ৪১, ৫৫-৬২—আসফ বর্ণনা করেছিলেন যে, ইজরায়েলীয়েরা যখন বিদ্রোহ ও মূর্তিপূজা করেছিল, তখন যিহোবা কষ্ট পেয়েছিলেন; আর তিনি তাদের প্রত্যাখ্যান করেছিলেন
-
যিশু কি এমন ধর্মীয় শিক্ষাগুলো মেনে নিয়েছিলেন, যেগুলো ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে না?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ১৬:৬, ১২—যিশু ফরীশী ও সদ্দূকীদের শিক্ষাগুলোকে খামিরের সঙ্গে তুলনা করেছিলেন; কারণ ভুল শিক্ষাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঈশ্বরের বাক্যের বিশুদ্ধ সত্যগুলোকে কলুষিত করে দেয়
-
মথি ২৩:৫-৭, ২৩-৩৩—যিশু অধ্যাপক ও ফরীশীদের ভণ্ডামি কাজ এবং ভুল শিক্ষাগুলোর তীব্র নিন্দা করেছিলেন
-
মার্ক ৭:৫-৯—অধ্যাপক ও ফরীশীরা ঈশ্বরের বাক্যের শিক্ষাগুলোর চেয়ে বরং মানুষের পরম্পরাগত রীতিনীতিকে বেশি গুরুত্ব দিয়েছিল; যিশু তাদের এই মন্দতা প্রকাশ করে দিয়েছিলেন
-
যিশু কি তাঁর অনুসারীদের আলাদা আলাদা ধর্মীয় দল গঠন করার জন্য উৎসাহিত করেছিলেন?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
যোহন ১৫:৪, ৫—যিশু একটা আঙুর গাছের দৃষ্টান্ত ব্যবহার করে দেখিয়েছিলেন যে, তাঁর অনুসারীদের তাঁর সঙ্গে এবং সহখ্রিস্টানদের সঙ্গে একতাবদ্ধ থাকতে হবে
-
যোহন ১৭:১, ৬, ১১, ২০-২৩—মারা যাওয়ার আগে যিশু যখন তাঁর প্রেরিতদের সঙ্গে শেষ রাত কাটিয়েছিলেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন, যেন তাঁর সমস্ত সত্য অনুসারীর মধ্যে একতা থাকে
-
প্রথম শতাব্দীর খ্রিস্টীয় মণ্ডলীগুলোতে কি একই বিশ্বাস ছিল এবং তারা কি একই উপায়ে যিহোবার উপাসনা করত?
প্রেরিত ১৬:৪, ৫; রোমীয় ১২:৪, ৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১১:২০-২৩, ২৫, ২৬—আন্তিয়খিয়া ও জেরুসালেমের মণ্ডলীগুলো একসঙ্গে কাজ করেছিল এবং একতাবদ্ধ ছিল
-
রোমীয় ১৫:২৫, ২৬; ২করি ৮:১-৭—প্রথম শতাব্দীর মণ্ডলীগুলো কঠিন সময়ে একে অপরকে সাহায্য করার মাধ্যমে প্রেম দেখিয়েছিল; এভাবে তারা প্রমাণ দিয়েছিল যে, তারা একতাবদ্ধ
-
ঈশ্বর কি এমন সমস্ত ধর্মকে গ্রহণ করেন, যারা দাবি করে যে, তারা খ্রিস্টকে বিশ্বাস করে?
লোকেরা যদি খ্রিস্ট ও প্রেরিতদের শিক্ষাগুলোর সঙ্গে একমত না হয়, তা হলে তাদের উপাসনাকে কি গ্রহণ করা হবে?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ১৩:২৪-৩০, ৩৬-৪৩—যিশু মিথ্যা খ্রিস্টানদের আগাছার সঙ্গে তুলনা করেছিলেন; তিনি বলেছিলেন, অনেক মিথ্যা খ্রিস্টান আসবে এবং তারা ধীরে ধীরে মণ্ডলীতে প্রবেশ করবে
-
১যোহন ২:১৮, ১৯—বৃদ্ধ প্রেরিত যোহন বলেছিলেন, প্রথম শতাব্দীর শেষের দিকে খ্রিস্টের অনেক বিরোধী ইতিমধ্যেই এসে পড়েছিল
-
মণ্ডলীতে যদি এমন ব্যক্তিদের থাকতে দেওয়া হয়, যারা মিথ্যা ধারণাগুলো তুলে ধরে এবং খ্রিস্টের অবাধ্য হয়, তা হলে কী হবে?
খ্রিস্টানেরা যদি একতাবদ্ধ থাকতে চায়, তা হলে তাদের কী করতে হবে?
কেন খ্রিস্টানদের মিথ্যা উপাসনার সঙ্গে জড়িত হওয়া উচিত নয়?
অন্যান্য ধর্ম যে-মিথ্যা শিক্ষাগুলো দিয়ে থাকে, সেগুলো লোকদের কাছে প্রকাশ করে দেওয়া কেন সঠিক ও উপকারজনক?
যির ১৪:১৪; ২৩:১৩, ১৪, ১৬; মথি ১৫:১২-১৪; ২৩:১৩-২৬
সত্য উপাসনার বিরোধিতা করে এমন লোকেরা যখন আমাদের আক্রমণ ও তাড়না করে, তখন কেন আমাদের অবাক হওয়া উচিত নয়?