সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ০১

কীভাবে আপনি সুখী হতে পারেন?

কীভাবে আপনি সুখী হতে পারেন?

জীবন, দুঃখকষ্ট, মৃত্যু ও ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে আমাদের প্রত্যেকের মনেই বিভিন্ন প্রশ্ন রয়েছে। এ ছাড়া, আমরা দৈনন্দিন জীবনের সমস্যাগুলো যেমন, কীভাবে সংসার চালানো যায় অথবা কীভাবে সুখী পরিবার গড়ে তোলা যায়, সেই বিষয় নিয়ে চিন্তা করি। অনেকে দেখেছে যে, বাইবেল তাদের জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন পরামর্শ দিয়েও সাহায্য করেছে। আপনার কি মনে হয়, বাইবেল আপনাকে এবং আপনার পরিবারকে সাহায্য করতে পারে?

১. বাইবেল কোন প্রশ্নগুলোর উত্তর দেয়?

বাইবেল এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয়: কীভাবে জীবন শুরু হয়েছে? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? কেন ভালো লোকেরা কষ্ট পায়? মানুষ মারা গেলে কী হয়? প্রত্যেক ব্যক্তি যদি শান্তি চায়, তা হলে কেন চারিদিকে এত যুদ্ধ হয়? ভবিষ্যতে এই পৃথিবী কি থাকবে, না কি ধ্বংস হয়ে যাবে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন! লক্ষ লক্ষ ব্যক্তি বাইবেল থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছে। ঈশ্বর চান যেন আপনিও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পান।

২. বাইবেল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারে?

বাইবেল আমাদের ভালো পরামর্শ দেয়। যেমন, এটি শেখায়, কীভাবে পরিবারগুলো সত্যিই সুখী হতে পারে। এ ছাড়া, এটি জানায়, কীভাবে আমরা চাপ কাটিয়ে উঠতে পারি এবং কীভাবে আমরা কাজের জায়গায় বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারি। আমরা যখন এই প্রকাশনায় দেওয়া বিষয়বস্তু নিয়ে একসঙ্গে আলোচনা করব, তখন আপনি এই বিষয়গুলো সম্বন্ধে এবং আরও অন্যান্য বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, তা জানতে পারবেন। আপনি হয়তো তখন এই বিষয়ে একমত হবেন, “শাস্ত্রে [বাইবেলে] লেখা সমস্ত কথা . . . উপকারী।”২ তীমথিয় ৩: ১৬.

এই প্রকাশনাটা পবিত্র শাস্ত্র বাইবেল নয়। তবে, এটার সাহায্যে আপনি বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাই, আমরা আপনাকে এই প্রকাশনায় দেওয়া শাস্ত্রপদগুলো পড়ার জন্য অনুরোধ করছি, যাতে আপনি বুঝতে পারেন, আপনি যা শিখছেন, তা বাইবেল থেকেই শিখছেন।

গভীরভাবে গবেষণা করুন

বাইবেল কীভাবে লোকদের সুখী হতে সাহায্য করেছে, বাইবেল পড়তে যেন আপনার ভালো লাগে, সেই জন্য আপনি কী করতে পারেন এবং এটি বোঝার জন্য কেন অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়া প্রয়োজন, তা বিবেচনা করুন।

৩. বাইবেল আমাদের সঠিক পথ দেখায়

বাইবেল হল শক্তিশালী এক টর্চলাইটের মতো। একটা টর্চলাইট যেমন আমাদের কাছের পথ ও সেইসঙ্গে দূরের পথ দেখতে সাহায্য করে, তেমনই বাইবেল আমাদের জীবনে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতে কী ঘটবে, তা বুঝতে সাহায্য করে।

গীতসংহিতা ১১৯:১০৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • বাইবেলকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

  • বাইবেল কি আপনাকে সঠিক পথ দেখাতে পারে?

৪. বাইবেল আমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়

ডরাস্‌ এলড্রেড নামে একজন মহিলার মনে অনেক বছর ধরে কিছু প্রশ্ন ছিল। তিনি কোথাও সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাননি, কিন্তু বাইবেলে তিনি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • ভিডিওতে, ডরাসের মনে কোন কোন প্রশ্ন ছিল?

  • বাইবেল পড়ার মাধ্যমে তিনি কী জেনেছিলেন?

বাইবেল উৎসাহিত করে, আমরা যেন প্রশ্ন জিজ্ঞেস করি। মথি ৭:৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনার মনে কোন কোন প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আপনি বাইবেল থেকে পেতে চান?

৫. বাইবেল পড়ে দেখুন, আপনার ভালো লাগবে

অনেকের বাইবেল পড়তে ভালো লাগে এবং তারা তা পড়ে উপকার লাভ করছে। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • ভিডিওতে, সেই তরুণ-তরুণীদের বই পড়তে কেমন লাগত?

  • বই পড়তে যদিও তাদের ভালো লাগত না, কিন্তু বাইবেল পড়তে কেন তাদের ভালো লাগে?

বাইবেল থেকে আমরা যে-নির্দেশনা পাই, সেটার মাধ্যমে আমরা সান্ত্বনা ও প্রত্যাশা লাভ করি। রোমীয় ১৫:৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • বাইবেলে যে-সান্ত্বনা ও প্রত্যাশার বিষয়ে বলা হয়েছে, সেই সম্বন্ধে আপনি কি আরও জানতে চান?

৬. বাইবেল বোঝার জন্য আপনি অন্যদের সাহায্য নিতে পারেন

অনেকে নিজে নিজে বাইবেল পড়ার পাশাপাশি অন্যদের কাছ থেকে সাহায্য নেয়, যাতে তারা বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারে। প্রেরিত ৮:২৬-৩১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে আপনি বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারেন?—৩০ ও ৩১ পদ দেখুন।

বাইবেলে উল্লেখিত একজন ইথিওপীয় ব্যক্তির শাস্ত্র ভালোভাবে বোঝার জন্য সাহায্যের প্রয়োজন হয়েছিল। বর্তমানে, অনেকে বাইবেল বোঝার জন্য অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে উপকার লাভ করছে

কেউ কেউ বলে থাকে: “বাইবেল পড়ে কোনো লাভ নেই।”

  • আপনার কী মনে হয়? কেন?

সারাংশ

বাইবেল দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন পরামর্শ দেয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয় আর বাইবেল থেকে সান্ত্বনা ও প্রত্যাশা লাভ করা যায়।

পুনরালোচনা

  • বাইবেলে আমরা কোন ধরনের পরামর্শ খুঁজে পেতে পারি?

  • বাইবেল আমাদের কোন প্রশ্নগুলোর উত্তর দেয়?

  • বাইবেল থেকে আপনি কোন বিষয়টা জানতে চান?

লক্ষ্য

আরও জানুন

বাইবেলের পরামর্শ কীভাবে বর্তমান সময়েও কাজে লাগে, তা বিবেচনা করুন।

বাইবেলের শিক্ষা—সবসময়ের জন্য উপকারী” (প্রহরীদুর্গ নং ১ ২০১৮, ইংরেজি)

ছোটোবেলা থেকে মানসিক কষ্ট ভোগ করেছেন এমন একজন ব্যক্তিকে বাইবেল কীভাবে সাহায্য করেছে, তা দেখুন।

আমার নতুন সুখী জীবন যেভাবে শুরু হয় (২:৫৩)

বাইবেলে পরিবারের জন্য কাজে লাগে এমন কোন পরামর্শ রয়েছে, তা পরীক্ষা করে দেখুন।

“সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য” (সজাগ হোন! নং ২ ২০১৮)

অনেকে মনে করে, ঈশ্বর জগৎকে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু, বাইবেল এই বিষয়ে কী বলে, তা দেখুন।

কেন বাইবেল অধ্যয়ন করবেন?—পূর্ণদৈর্ঘ্য (৩:১৪)