পাঠ ১৭
কীভাবে ভ্রমণ অধ্যক্ষরা আমাদের সাহায্য করে?
খ্রিস্টান গ্রিক শাস্ত্র বার্ণবা ও প্রেরিত পৌলের বিষয়ে প্রায়ই উল্লেখ করে। এই পুরুষরা ভ্রমণ অধ্যক্ষ হিসেবে সেবা করেছিল, প্রাথমিক মণ্ডলীগুলো পরিদর্শন করেছিল। কেন? তারা তাদের আধ্যাত্মিক ভাইবোনদের মঙ্গলের বিষয়ে আন্তরিকভাবে চিন্তিত ছিল। পৌল বলেছিলেন যে, তারা কেমন আছে তা দেখার জন্য তিনি “ফিরিয়া গিয়া ভ্রাতৃগণের তত্ত্বাবধান” করতে চেয়েছিলেন। তাদের কাছে যাওয়ার ও তাদেরকে শক্তিশালী করার জন্য তিনি শত শত মাইল (কিলোমিটার) পথ ভ্রমণ করতে ইচ্ছুক ছিলেন। (প্রেরিত ১৫:৩৬) আজকে আমাদের ভ্রমণ অধ্যক্ষদেরও একইরকম আকাঙ্ক্ষা রয়েছে।
তারা আমাদের উৎসাহ প্রদান করার জন্য আসে। প্রত্যেক সীমা অধ্যক্ষ প্রতিটা মণ্ডলীর সঙ্গে এক সপ্তাহ সময় ব্যয় করে বছরে দুবার প্রায় ২০টা মণ্ডলী পরিদর্শন করেন। আমরা এই ভাইদের আর তারা বিবাহিত হলে, তাদের স্ত্রীদের অভিজ্ঞতা থেকে অনেক উপকার লাভ করতে পারি। তারা যুবক-বৃদ্ধ সকলকে জানার চেষ্টা করে আর ক্ষেত্রের পরিচর্যা ও আমাদের বাইবেল অধ্যয়নগুলোতে আমাদের সঙ্গে কাজ করার জন্য উৎসুক থাকে। এই অধ্যক্ষরা প্রাচীনদের সঙ্গে পালকীয় সাক্ষাৎ করে এবং আমাদেরকে শক্তিশালী করার জন্য সভা ও সম্মেলনগুলোতে উৎসাহজনক বক্তৃতাগুলো প্রদান করে।—প্রেরিত ১৫:৩৫.
তারা সকলের প্রতি আগ্রহ দেখায়। সীমা অধ্যক্ষরা মণ্ডলীগুলোর আধ্যাত্মিক অবস্থার বিষয়ে অত্যন্ত আগ্রহী। যে-উন্নতি করা হয়েছে সেই সম্বন্ধে পর্যালোচনা করার এবং তাদের দায়িত্বগুলো পালন করার বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়ার জন্য তারা প্রাচীন ও পরিচারক দাসদের সঙ্গে সভা করে। তারা অগ্রগামীদেরকে তাদের পরিচর্যায় সফল হওয়ার জন্য সাহায্য করে আর নতুন যারা মেলামেশা করছে তাদের সঙ্গে পরিচিত হয়ে এবং তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে শুনে তারা আনন্দিত হয়। এই ভাইদের প্রত্যেকেই ‘[আমাদের] পক্ষে সহকারী’ হিসেবে নিজেকে বিলিয়ে দেন। (২ করিন্থীয় ৮:২৩) তাদের বিশ্বাস ও ঈশ্বরের প্রতি তাদের ভক্তিকে আমাদের অনুকরণ করা উচিত।—ইব্রীয় ১৩:৭.
-
কোন উদ্দেশ্যে সীমা অধ্যক্ষরা মণ্ডলীগুলো পরিদর্শন করে?
-
কীভাবে আপনি তাদের পরিদর্শন থেকে উপকার লাভ করতে পারেন?