গীতসংহিতা ১১৪:১-৮
১১৪ যখন ইজরায়েল মিশর থেকে বেরিয়ে এল,যাকোবের পরিবার ভিন্নভাষী লোকদের মধ্য থেকে বেরিয়ে এল,
২ তখন যিহূদা তাঁর পবিত্র স্থান হল,ইজরায়েল তাঁর রাজ্য হল।
৩ সমুদ্র সেটা দেখল আর পালিয়ে গেল,জর্ডন উলটো দিকে বইতে লাগল।
৪ পর্বতগুলো পুংমেষের মতো লাফাতে লাগল,পাহাড়গুলো মেষশাবকের মতো লাফাতে লাগল।
৫ হে সমুদ্র, তুমি কেন পালিয়ে গেলে?
হে জর্ডন, তুমি কেন উলটো দিকে বইতে লাগলে?
৬ পর্বতেরা, তোমরা কেন পুংমেষের মতো লাফালে?
পাহাড়েরা, তোমরা কেন মেষশাবকের মতো লাফালে?
৭ হে পৃথিবী, প্রভুর কারণে কেঁপে ওঠো,যাকোবের ঈশ্বরের কারণে কেঁপে ওঠো,
৮ যিনি শিলাকে নলখাগড়ায় পূর্ণ জলাশয়ে পরিণত করেন,শক্ত পাথরকে জলের ঝরনায় পরিণত করেন।