গীতসংহিতা ১৩৭:১-৯
১৩৭ আমরা ব্যাবিলনের নদীগুলোর ধারে বসে ছিলাম।
আমরা সিয়োনকে স্মরণ করে কেঁদেছিলাম।
২ তার* মাঝে থাকা গাছগুলোতে*আমরা আমাদের বীণা ঝুলিয়ে রেখেছিলাম।
৩ কারণ যারা আমাদের বন্দি করেছিল, তারা সেখানে আমাদের একটা গান গাইতে বলেছিল,যারা আমাদের নিয়ে ঠাট্টা করেছিল, তারা বিনোদনের জন্য আমাদের বলেছিল:
“আমাদের জন্য সিয়োনের একটা গান গাও।”
৪ কীভাবে আমরা বিদেশের মাটিতেযিহোবার গান গাইতে পারি?
৫ হে জেরুসালেম, আমি যদি তোমাকে ভুলে যাই,তা হলে আমার ডান হাত যেন সমস্ত কাজ ভুলে যায়।*
৬ আমি যদি তোমাকে স্মরণ না করি,জেরুসালেমকে আমার আনন্দের সবচেয়ে বড়ো কারণ হিসেবে না দেখি,তা হলে আমার জিভ যেন মুখের তালুতে আটকে যায়।
৭ হে যিহোবা, স্মরণ করো,যে-দিন জেরুসালেমের পতন হয়েছিল, সেই দিন ইদোমীয়েরা বলেছিল:
“এটাকে ধ্বংস করে দাও! একেবারে এটার ভিত্তি পর্যন্ত ধ্বংস করে দাও!”
৮ হে ব্যাবিলনের মেয়ে, খুব শীঘ্রই তোমাকে বিনষ্ট করে দেওয়া হবে,সেই ব্যক্তি কতই-না আনন্দিত হবে, যে তোমার প্রতি ঠিক সেইরকম আচরণ করবে,যেমনটা তুমি আমাদের প্রতি করেছিলে।
৯ সেই ব্যক্তি কতই-না আনন্দিত হবে, যে তোমার কাছ থেকে তোমার সন্তানদের কেড়ে নেবেএবং পাথরের উপর আছড়ে ফেলবে।
পাদটীকাগুলো
^ এখানে ব্যাবিলনের বিষয়ে বলা হয়েছে।
^ এর জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ এমন এক গাছকে নির্দেশ করে, যেটা সাধারণত মধ্যপ্রাচ্যে নদীর ধারে পাওয়া যায়। ইংরেজি নাম “পপলার।”
^ বা সম্ভবত, “যেন শুকিয়ে যায়।”