গীতসংহিতা ১৪০:১-১৩

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। ১৪০  হে যিহোবা, আমাকে মন্দ লোকদের হাত থেকে উদ্ধার করো,আমাকে সেই হিংস্র লোকদের কাছ থেকে সুরক্ষিত রাখো,  ২  যারা মনে মনে ষড়যন্ত্র করেএবং সারাদিন সমস্যা তৈরি করে।  ৩  তারা তাদের জিভ সাপের জিভের মতোই ধারালো করেছে,তাদের ঠোঁটের পিছনে বিষধর সাপের বিষ রয়েছে। (সেলা)  ৪  হে যিহোবা, আমাকে মন্দ লোকদের হাত থেকে সুরক্ষিত রাখো,আমাকে সেই হিংস্র লোকদের কাছ থেকে রক্ষা করো,যারা আমাকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে।  ৫  অহংকারী লোকেরা আমার জন্য ফাঁদ পাতে,রাস্তার পাশে দড়ি দিয়ে জাল বিছায়। তারা আমার জন্য ফাঁদ পাতে। (সেলা)  ৬  আমি যিহোবাকে বলি: “তুমি আমার ঈশ্বর। হে যিহোবা, সাহায্য চেয়ে করা আমার বিনতি শোনো।”  ৭  হে যিহোবা, নিখিলবিশ্বের প্রভু, আমার শক্তিশালী উদ্ধারকর্তা,তুমি যুদ্ধের দিনে আমার মাথাকে সুরক্ষিত রাখ।  ৮  হে যিহোবা, তুমি মন্দ ব্যক্তিদের ইচ্ছাগুলো পূর্ণ কোরো না। তাদের চক্রান্তগুলো সফল হতে দিয়ো না, যাতে তারা গর্বিত হয়ে না পড়ে। (সেলা)  ৯  যারা আমাকে ঘিরে রয়েছে, তারা আমার বিষয়ে যে-মন্দ কথাগুলো বলে,সেগুলো যেন তাদের মাথার উপরেই এসে পড়ে। ১০  তাদের উপর যেন জ্বলন্ত কয়লা এসে পড়ে। তাদের যেন আগুনে ছুড়ে ফেলা হয়,গভীর গর্তে* ফেলে দেওয়া হয়, যাতে তারা আর কখনো উঠতে না পারে। ১১  যারা অন্যদের বদনাম করে, তারা যেন পৃথিবীতে* কোনো জায়গা খুঁজে না পায়। বিপদ যেন হিংস্র লোকদের পিছু ধাওয়া করে আর তাদের ধ্বংস করে দেয়। ১২  আমি জানি, যিহোবা দুঃখীদের পক্ষসমর্থন করবেনআর গরিবদের প্রতি ন্যায়বিচার করবেন। ১৩  নিশ্চিতভাবেই, ধার্মিক লোকেরা তোমার নামের প্রশংসা করবে,সৎ ব্যক্তিরা তোমার সামনে* বাস করবে।

পাদটীকাগুলো

বা “জল-ভরতি গর্তে।”
বা “দেশে।”
বা “উপস্থিতিতে।”