গীতসংহিতা ১৪১:১-১০

দায়ূদের সংগীত। ১৪১  হে যিহোবা, আমি তোমাকে ডাকি। আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এসো। আমি যখন তোমাকে ডাকি, তখন আমার প্রতি মনোযোগ দাও।  ২  আমার প্রার্থনা যেন তোমার সামনে প্রস্তুত-করা ধূপের মতো হয়,আমি যে হাত তুলি, সেটা যেন বিকেলের শস্য নৈবেদ্যের* মতো হয়।  ৩  হে যিহোবা, আমার মুখের জন্য একজন পাহারাদার নিযুক্ত করো,আমার ঠোঁটের দরজা থেকে খারাপ কিছু বের হতে দিয়ো না।  ৪  আমার হৃদয়কে কোনো মন্দ বিষয়ের দিকে ঝুঁকতে দিয়ো না,যাতে আমি মন্দ লোকদের জঘন্য কাজের অংশীদার হয়ে না উঠি।আমি যেন কখনো তাদের ভালো ভালো খাবার না খাই।  ৫  ধার্মিক ব্যক্তি যদি আমাকে আঘাত করে, তা হলে সেটা হবে তার অটল প্রেমের প্রমাণ,সে যদি আমাকে ধমক দেয়, তা হলে সেটা হবে আমার মাথায় দেওয়া তেলের মতো,যেটা আমার মাথা কখনোই প্রত্যাখ্যান করবে না। ধার্মিক ব্যক্তিদের বিপর্যয়ের সময়ও আমি তাদের জন্য প্রার্থনা করে যাব।  ৬  তাদের বিচারকদের খাড়া পাহাড় থেকে ফেলে দেওয়া হলেওলোকেরা আমার কথার প্রতি মনোযোগ দেবে কারণ সেগুলো মনোরম।  ৭  ঠিক যেভাবে কেউ লাঙল চালালে মাটির ঢেলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়,সেভাবেই আমাদের হাড়গুলো কবরের* মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে।  ৮  কিন্তু, হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, আমার চোখ তোমার দিকেই রয়েছে। আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি। আমার প্রাণ কেড়ে নিয়ো না।*  ৯  তারা আমার জন্য যে-জাল পেতেছে, সেটা থেকে আমাকে রক্ষা করো,যারা মন্দ কাজ করে, তাদের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো। ১০  সমস্ত মন্দ ব্যক্তি নিজেদের পাতা জালেই আটকে যাবে,কিন্তু আমি সুরক্ষিতভাবে পার হয়ে যাব।

পাদটীকাগুলো

বা “ভক্ষ্য নৈবেদ্যের।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
বা “প্রাণ ঢেলে দিয়ো না।”