গীতসংহিতা ২৯:১-১১
দায়ূদের সংগীত।
২৯ হে বীরযোদ্ধাদের ছেলেরা, যিহোবাকে সমাদর করো,যিহোবাকে সমাদর করো কারণ তিনি মহিমায় ও শক্তিতে পূর্ণ।
২ যিহোবার নামের প্রাপ্য গৌরব তাঁকে দাও।
পবিত্র পোশাক পরে* যিহোবার সামনে মাথা নত* করো।
৩ যিহোবার কণ্ঠস্বর মেঘের* উপরে শোনা যাচ্ছে,গৌরবান্বিত ঈশ্বর গর্জন করছেন।
যিহোবা ঘন মেঘের* উপরে রয়েছেন।
৪ যিহোবার কণ্ঠস্বর কতই-না জোরালো!যিহোবার কণ্ঠস্বর কতই-না অপূর্ব!
৫ যিহোবার কণ্ঠস্বরে দেবদারু গাছ ভেঙে যায়,হ্যাঁ, যিহোবা লেবাননের দেবদারু গাছগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেন।
৬ তাঁর কারণে লেবানন* একটা বাছুরের মতোআর শিরিয়োণ একটা বুনো ষাঁড়ের মতো লাফায়।
৭ যিহোবার কণ্ঠস্বর আগুনের শিখা ছড়িয়ে দেয়,
৮ যিহোবার কণ্ঠস্বর প্রান্তরকে কাঁপিয়ে তোলে,যিহোবা কাদেশের প্রান্তরকে কাঁপিয়ে তোলেন।
৯ যিহোবার কণ্ঠস্বরে গর্ভবতী হরিণী কেঁপে ওঠে এবং বাচ্চার জন্ম দেয়আর বনের গাছের পাতা ঝরে পড়ে।
তাঁর মন্দিরে সবাই বলে: “ঈশ্বরের গৌরব হোক!”
১০ যিহোবা জলপ্লাবনের* উপর সিংহাসনে বসে থাকেন,যিহোবা চিরকালীন রাজা হিসেবে সিংহাসনে বসে থাকেন।
১১ যিহোবা তাঁর লোকদের শক্তি দেবেন।
যিহোবা তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করবেন।
পাদটীকাগুলো
^ বা সম্ভবত, “তাঁর পবিত্রতার মহিমার কারণে।”
^ বা “যিহোবার উপাসনা।”
^ আক্ষ., “জলের।”
^ আক্ষ., “যিহোবা অনেক জলের।”
^ স্পষ্টতই, লেবানন পর্বতমালা।
^ বা “আকাশের মহাসমুদ্রের।”