গীতসংহিতা ৩০:১-১২
দায়ূদের সংগীত। বাড়ি* উদ্বোধনের গান।
৩০ হে যিহোবা, আমি তোমার প্রশংসা করব কারণ তুমি আমাকে উপরে উঠিয়েছ,*তুমি আমার শত্রুদের আমার কষ্ট দেখে আনন্দ করতে দাওনি।
২ হে যিহোবা, আমার ঈশ্বর, আমি সাহায্য চেয়ে তোমার কাছে কাঁদলাম আর তুমি আমাকে সুস্থ করলে।
৩ হে যিহোবা, তুমি আমাকে কবর* থেকে টেনে বের করেছ,আমাকে বাঁচিয়ে রেখেছ, আমাকে গর্তে* তলিয়ে যাওয়া থেকে রক্ষা করেছ।
৪ যিহোবার অনুগত লোকেরা, তাঁর প্রশংসায় গান গাও,*তাঁর পবিত্র নামের প্রশংসা করো
৫ কারণ তাঁর রাগ কয়েক মুহূর্তের জন্য থাকে,কিন্তু তাঁর অনুগ্রহ* চিরকালের জন্য থাকে।
সন্ধ্যা বেলায় কাঁদতে হলেও, সকাল বেলায় আনন্দের চিৎকার শোনা যাবে।
৬ যখন আমার কোনো সমস্যা ছিল না, তখন আমি বলেছিলাম:
“আমি কখনো টলে যাব না।”
৭ হে যিহোবা, তুমি যখন আমার প্রতি অনুগ্রহ দেখাচ্ছিলে,* তখন তুমি আমাকে পর্বতের মতো দৃঢ় করেছিলে।
কিন্তু, তুমি যখন আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলে, তখন আমি আতঙ্কিত হয়ে পড়লাম।
৮ হে যিহোবা, আমি তোমাকেই ডাকতে থাকলাম,আমি যিহোবার কাছে অনুগ্রহ চেয়ে বিনতি করতে থাকলাম।
৯ আমি মরে গেলে,* গর্তে* নেমে গেলে কোনো লাভ হবে কি?
ধুলো কি তোমার প্রশংসা করবে? সেটা কি তোমার বিশ্বস্ততা সম্বন্ধে জানাবে?
১০ হে যিহোবা, আমার কথা শোনো, আমার প্রতি অনুগ্রহ দেখাও।
হে যিহোবা, আমার সাহায্যকারী হও।
১১ তুমি আমার শোককে আনন্দে* পরিণত করেছ,তুমি আমার চট খুলে আমাকে আনন্দের পোশাক পরিয়েছ,
১২ যাতে আমি* চুপ করে না থেকে তোমার প্রশংসায় গান গাইতে পারি।
হে যিহোবা, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
পাদটীকাগুলো
^ বা সম্ভবত, “মন্দির।”
^ বা “আমাকে টেনে তুলেছ।”
^ ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
^ বা “কবরে।”
^ বা “তাঁর জন্য সংগীত বাজাও।”
^ বা “অনুমোদন।”
^ বা “যখন আমার উপর তোমার অনুমোদন ছিল।”
^ আক্ষ., “আমার রক্ত থেকে।”
^ বা “কবরে।”
^ আক্ষ., “নাচে।”
^ বা “আমার মহিমা।”