গীতসংহিতা ৪৭:১-৯

কোরহের বংশধরদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। ৪৭  সমস্ত জাতির লোক, তোমরা হাততালি দাও। জয়ী হওয়ার কারণে উল্লাস করো আর আনন্দের সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো।  ২  কারণ সর্বমহান ঈশ্বর যিহোবা বিস্ময়কর ঈশ্বর,তিনি পুরো পৃথিবীর উপর মহান রাজা।  ৩  তিনি বিভিন্ন জাতির লোককে আমাদের অধীনে নিয়ে আসেন,তিনি বিভিন্ন জাতিকে আমাদের পায়ের তলায় নিয়ে আসেন।  ৪  তিনি আমাদের জন্য আমাদের উত্তরাধিকার বেছে নেন,সেই দেশ, যেটার বিষয়ে তাঁর প্রিয় ব্যক্তি যাকোব খুব গর্ব করতেন। (সেলা)  ৫  আনন্দের চিৎকারের মাঝে ঈশ্বর উপরে উঠলেন,শিঙার* আওয়াজের মাঝে যিহোবা উপরে উঠলেন।  ৬  ঈশ্বরের প্রশংসায় গান গাও,* তাঁর প্রশংসায় গান গাও। আমাদের রাজার প্রশংসায় গান গাও, তাঁর প্রশংসায় গান গাও।  ৭  কারণ ঈশ্বর পুরো পৃথিবীর রাজা,তাঁর প্রশংসায় গান গাও আর বোঝার ক্ষমতা দেখাও।  ৮  ঈশ্বর সমস্ত জাতির উপর রাজা হয়েছেন। তিনি তাঁর পবিত্র সিংহাসনে বসে আছেন।  ৯  বিভিন্ন জাতির লোকের নেতারা একত্রিত হয়েছেন,তারা অব্রাহামের ঈশ্বরের প্রজাদের সঙ্গে একত্রিত হয়েছেন। কারণ পৃথিবীর সমস্ত শাসক* ঈশ্বরেরই। তিনি অনেক উচ্চীকৃত হয়েছেন।

পাদটীকাগুলো

বা “পুংমেষের শিঙের; তূরীর।”
বা “ঈশ্বরের জন্য সংগীত বাজাও।”
আক্ষ., “ঢাল।”