যোহনের কাছে প্রকাশিত বাক্য ৩:১-২২

  • এই মণ্ডলীগুলোর প্রতি বার্তা: সার্দি (১-৬), ফিলাদিল্‌ফিয়া (৭-১৩), লায়দিকেয়া (১৪-২২)

 “সার্দির মণ্ডলীর বার্তাবাহকের* প্রতি লেখো: যাঁর কাছে ঈশ্বরের সাতটা শক্তি এবং সাতটা তারা রয়েছে, তিনি এই কথা বলেন: ‘তোমার কাজ সম্বন্ধে আমি জানি। তোমাকে জীবিত বলে মনে হয়, কিন্তু আসলে তুমি মৃত। ২  তুমি সতর্ক হও এবং অবশিষ্ট মৃতপ্রায় ব্যক্তিদের* শক্তিশালী করো, কারণ আমি আমার ঈশ্বরের সামনে তোমার কাজ পুরোপুরি সম্পন্ন হতে দেখিনি। ৩  অতএব, তুমি যা যা পেয়েছ এবং যা যা শুনেছ, সেগুলো সবসময় স্মরণ করো এবং পালন করো আর অনুতপ্ত হও। তুমি যদি জেগে না ওঠ, তা হলে চোর যেভাবে আসে, আমিও সেভাবে আসব আর তুমি জানতেও পারবে না, আমি কোন সময় আসব। ৪  “‘কিন্তু, সার্দিতে এমন কয়েক জন ব্যক্তি* রয়েছে, যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সঙ্গে হাঁটবে, কারণ তারা এই সমাদর পাওয়ার যোগ্য। ৫  যে জয় করে, সে একইভাবে সাদা পোশাক পরবে আর আমি কোনোমতে তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমি আমার পিতা এবং তাঁর বার্তাবাহকদের* সামনে সেই ব্যক্তির নাম স্বীকার করব। ৬  যার কান আছে, সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কী বলছে।’ ৭  “ফিলাদিল্‌ফিয়ার মণ্ডলীর বার্তা­বাহকের* প্রতি লেখো: যিনি পবিত্র ও সত্যময়, যাঁর কাছে দায়ূদের চাবি রয়েছে, যিনি কোনো দরজা খুললে কেউ সেটা বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ সেটা খুলতে পারে না, তিনি এই কথা বলেন: ৮  ‘তোমার কাজ সম্বন্ধে আমি জানি। (দেখো! আমি তোমার সামনে একটা দরজা খুলেছি, যেটা কেউ বন্ধ করতে পারে না।) আর আমি জানি, যদিও তোমার খুব বেশি শক্তি নেই, তবুও তুমি আমার কথার বাধ্য হয়েছ এবং আমার নাম অস্বীকার করনি। ৯  দেখো! শয়তানের দলের* যে-লোকেরা নিজেদের যিহুদি বলে দাবি করে, অথচ যিহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে, দেখো! আমি তাদের তোমার কাছে এনে তোমার পায়ের সামনে মাথা নত* করাব এবং তাদের জানাব যে, আমি তোমাকে ভালোবেসেছি। ১০  যেহেতু তুমি আমার ধৈর্যের উদাহরণ অনুসরণ করেছ, তাই আমিও তোমাকে পরীক্ষার সময় রক্ষা করব। পৃথিবীতে বসবাসকারী লোকদের পরীক্ষা করার জন্য পুরো পৃথিবীর উপর এই পরীক্ষা আসবে। ১১  আমি শীঘ্রই আসছি। তোমার যা আছে, তা দৃঢ়ভাবে ধরে রাখো, যেন কেউ তোমার মুকুট কেড়ে নিতে না পারে। ১২  “‘যে জয় করে, তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ করে তুলব এবং কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারবে না। আর আমি তার কপালে আমার ঈশ্বরের নাম এবং স্বর্গে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসা আমার ঈশ্বরের নগরের অর্থাৎ নতুন জেরুসালেমের নাম এবং আমার নিজের নতুন নাম লিখব। ১৩  যার কান আছে, সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কী বলছে।’ ১৪  “লায়দিকেয়ার মণ্ডলীর বার্তা­বাহকের* প্রতি লেখো: যিনি বিশ্বস্ত ও সত্যময় সাক্ষি এবং ঈশ্বরের সৃষ্টির শুরু, সেই আমেন এই কথা বলেন: ১৫  ‘তোমার কাজ সম্বন্ধে আমি জানি। তুমি না ঠাণ্ডা, না গরম। তুমি হয় ঠাণ্ডা, নাহয় গরম হলে ভালো হতো। ১৬  অতএব, তুমি যেহেতু ঈষদুষ্ণ অর্থাৎ না গরম, না ঠাণ্ডা, তাই আমি আমার মুখ থেকে তোমাকে বের করে ফেলে দেব। ১৭  তুমি বলে থাক, “আমি ধনী, ধনসম্পদ অর্জন করেছি এবং আমার কোনো কিছুরই প্রয়োজন নেই,” কিন্তু তুমি জান না, তুমি দুর্দশাগ্রস্ত, তোমার অবস্থা করুণ এবং তুমি দরিদ্র ও অন্ধ ও উলঙ্গ। ১৮  তাই, আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত সোনা কেনো, যাতে তুমি ধনী হতে পার; সাদা পোশাক কেনো, যাতে তুমি পোশাক পরতে পার আর এতে অন্যেরা যেন তোমার উলঙ্গতা দেখতে না পায় এবং তুমি লজ্জিত না হও; আর চোখে লাগানোর মলম কেনো, যাতে তুমি দেখতে পাও। ১৯  “‘আমি যাদের ভালোবাসি,* তাদের সকলকে আমি তিরস্কার ও শাসন করি। তাই, উদ্যোগী হও এবং অনুতপ্ত হও। ২০  দেখো! আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার স্বর শুনে দরজা খুলে দেয়, তা হলে আমি তার বাড়িতে প্রবেশ করব এবং আমি তার সঙ্গে রাতের খাবার খাব আর সে-ও আমার সঙ্গে রাতের খাবার খাবে। ২১  যে জয় করে, আমি তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব, ঠিক যেমন আমি জয় করেছি এবং আমার পিতার সঙ্গে তাঁর সিংহাসনে বসেছি। ২২  যার কান আছে, সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কী বলছে।’”

পাদটীকাগুলো

আক্ষ., “স্বর্গদূতের।”
আক্ষ., “বিষয়গুলোকে।”
আক্ষ., “এমন কয়েকটা নাম।”
আক্ষ., “স্বর্গদূতদের।”
আক্ষ., “স্বর্গদূতের।”
আক্ষ., “সমাজগৃহের।”
বা “সামনে প্রণাম।”
আক্ষ., “স্বর্গদূতের।”
বা “স্নেহ করি।”