সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পিতরের দ্বিতীয় চিঠি

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • শুভেচ্ছা ()

    • তোমাদের যে আহ্বান করা হয়েছে, সেই সুযোগ ধরে রাখো (২-১৫)

      • বিশ্বাসের সঙ্গে বিভিন্ন গুণ যুক্ত করা (৫-৯)

    • ভবিষ্যদ্‌বাণীর উপর আস্থা আরও বেশি দৃঢ় করা হয় (১৬-২১)

    • মিথ্যা শিক্ষকদের দেখা যাবে (১-৩)

    • মিথ্যা শিক্ষকদের বিচার নিশ্চিত (৪-১০ক)

      • স্বর্গদূতদের টারটারাসে নিক্ষেপ করা হয় ()

      • জলপ্লাবন; সদোম ও ঘমোরা (৫-৭)

    • মিথ্যা শিক্ষকদের চারিত্রিক বৈশিষ্ট্য (১০খ-২২)

    • উপহাসকেরা আসন্ন ধ্বংসের বিষয়টা উপেক্ষা করে (১-৭)

    • যিহোবা দেরি করেন না (৮-১০)

    • চিন্তা করে দেখ, তোমাদের কী ধরনের ব্যক্তি হওয়া উচিত (১১-১৬)

      • এক নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবী (১৩)

    • ভ্রান্ত না হওয়ার বিষয়ে সতর্ক থাকো (১৭, ১৮)