সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ১-৭

গীতসংহিতা ২৩-২৫

এপ্রিল ১-৭

গান ৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “সদাপ্রভু আমার পালক”

(১০ মিনিট)

যিহোবা তাঁর মেষদের সঠিক পথে নিয়ে যান (গীত ২৩:১-৩; প্রহরীদুর্গ ১১ ৫/১ ৩১ অনু. ৩, ইংরেজি)

যিহোবা তাঁর মেষদের সুরক্ষা জোগান (গীত ২৩:৪; প্রহরীদুর্গ ১১ ৫/১ ৩১ অনু. ৪)

যিহোবা তাঁর মেষদের খাবার জোগান (গীত ২৩:৫; প্রহরীদুর্গ ১১ ৫/১ ৩১ অনু. ৫)

একজন মেষপালক যেমন তার মেষদের যত্ন নেয়, তেমনই যিহোবা আমাদের অনেক ভালোবাসেন এবং তাদের যত্ন নেন।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোন কোন উপায়ে যিহোবা আমার যত্ন নিয়েছেন?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। এমন একজন ব্যক্তিকে বাইবেলের একটা পদ দেখিয়ে উৎসাহিত করুন, যিনি পরিবেশ সম্বন্ধে চিন্তিত। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। যে-ব্যক্তি চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার নিয়েছিলেন, তাকে বলুন যে, কীভাবে এটা থেকে বাইবেল অধ্যয়ন করা হয়। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)

৬. শিষ্য করার সময়

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫৪

৭. আমরা অপরিচিত ব্যক্তির রবে কান দিই না

(১৫ মিনিট) আলোচনা।

মেষেরা তাদের পালকের গলার স্বর চেনে আর তার পিছন পিছন যায়। কিন্তু, তারা যখন কোনো অচেনা গলার স্বর শোনে, তখন তারা দূরে পালিয়ে যায়। (যোহন ১০:৫) একইভাবে, আমরা আমাদের মেষপালক যিহোবা ও যিশুর আওয়াজ শুনি, যাঁরা আমাদের ভালোবাসেন এবং তাঁদের উপর আমরা নির্ভর করতে পারি। (গীত ২৩:১; যোহন ১০:১১) কিন্তু, আমরা অপরিচিত ব্যক্তিদের “ছলনাপূর্ণ” কথায় কান দিই না, যারা আমাদের বিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে।—২পিতর ২:১,.

আদিপুস্তক ৩ অধ্যায়ে বলা আছে, পৃথিবীতে কখন প্রথম বারের মতো একজন অপরিচিত ব্যক্তির আওয়াজ শোনা গিয়েছিল। সে ছিল শয়তান। সে তার পরিচয় লুকানোর জন্য একটা সাপের মাধ্যমে হবার সঙ্গে কথা বলেছিল। সে হবার বন্ধু হওয়ার ভান করেছিল। সে যিহোবার উদ্দেশ্যের উপর প্রশ্ন তুলেছিল এবং তাঁর কথাগুলো ঘুরিয়ে-পেঁচিয়ে বলেছিল। দুঃখের বিষয়ে হল, হবা শয়তানের কথায় কান দিয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন। এর ফলে, তার উপর এবং তার পরিবারের উপর প্রচুর সমস্যা এসেছিল।

আজ শয়তান যিহোবা এবং তাঁর সংগঠন সম্বন্ধে ভুল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যাতে তাদের উপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়। কিন্তু, অপরিচিত ব্যক্তিদের আওয়াজ শোনামাত্রই আমাদের দূরে পালিয়ে যেতে হবে! আমাদের একদমই জানার চেষ্টা করা উচিত নয়, তারা কী বলছে। তাদের একটাও কথা আমাদের শোনা উচিত নয়। একটু চিন্তা করুন, হবাকে ভ্রান্ত করার জন্য শয়তান কতটুকু কথা বলেছিল। (আদি ৩:১, ৪, ৫) কিন্তু সেইসময় আমাদের কী করা উচিত, যখন এমন কেউ যিহোবার সংগঠন সম্বন্ধে মিথ্যে কথা বলে, যাকে আমরা খুব ভালোভাবে চিনি, যে আমাদের ভালোবাসে এবং যার কোনো খারাপ উদ্দেশ্য নেই?

“অপরিচিত ব্যক্তির রব” প্রত্যাখ্যান করুন শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

জেডের মা যখন তাকে যিহোবার সংগঠন সম্বন্ধে মিথ্যে কথা বলতে চেয়েছিল, তখন জেড কী করেছিল? এখান থেকে আপনি কী শিখেছেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৫ এবং প্রার্থনা