সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৭০

যোগ্য ব্যক্তিদের খোঁজ করো

যোগ্য ব্যক্তিদের খোঁজ করো

(মথি ১০:১১-১৫)

  1. ১. যি-শু দি-য়ে-ছেন এই আ-দেশ আ-মা-দের,

    খুঁ-জি যে-ন যো-গ্য লোক-দের।

    অ-পে-ক্ষায় আ-ছে যা-রা স-ত্য শো-নার,

    তা-দের বল-তে চাই সু-স-মা-চার।

    আ-ম-ন্ত্রণ কেউ আ-মা-দের য-খন জা-নায়,

    ত-খন আ-ন-ন্দে সেই বা-ড়ি যাই।

    আর শুন-তে না চাই-লে সেই বা-ড়ি ছে-ড়ে

    চ-লে যাই পা-য়ের ধু-লো ঝে-ড়ে।

  2. ২. আজ যা-রা তো-মার জ-ন্য খু-লে দেয় দ্বার,

    যি-শু-কে-ও ক-রে স্বী-কার।

    অ-ন-ন্ত জী-ব-নের প-থে চল-বে ঠিক

    য-খন বুঝ-বে যে বাই-বেল স-ঠিক।

    বল দে-বেন ঈ-শ্বর বল-তে বা-র্তা তো-মায়।

    ক-রে যাও তাই আজ যা ক-রা যায়।

    তো-মার ক-থা ল-ব-ণের স্বাদ-যুক্ত হোক,

    যা-তে বা-র্তা শো-নে ন-ম্র লোক।